প্রশ্নোত্তর সমূহ

প্রশ্নোত্তর: 6624

আসসালামুয়ালাইকুম, আজকে ১ টা মাসয়ালা দেখলাম যে দূষটামি করে কবুল বললে বা কেউ বিয়ে করলাম বললে আর মেয়ে চুপ থাকলে বিয়ে হয়ে যায়। এখন আমার মনে খুব ভয় হচ্ছে যে আমি জেনারেল লাইনে পড়ার দরূন অনেক ছেলে বন্ধু ছিলো। আল্লাহ মাফ করুক কয়েক জনের সাথে রিলেশনও ছিলো। এখন আমি সিওর মনে করতে পারছিনা কখনো কারো সামনে কবুল বলেছি কিনা, এছাড়া ও অনেক সময় দেখা যায় অনেক নন মাহরাম নানা বা দাদা ওনারা দূষটামি করে বউ বলে বা বিয়ে করলাম বলে আর সেখানে বাবা ও উপস্থিত থাকে তাহলে ও তো বিয়ে হয়ে যায়।আবার অনলাইনে পিক দিয়ে আমার বউ লিখে ছাড়লেও নাকি বিয়ে হয়ে যায়। এখন আমার খুব টেননশন হচ্ছে যে আমার সাথে যদি এমন কওছু হয়ে থাকে আর আমি তা জানিনা তাহলে তো আমার বর্তমান সংসার হারাম। আর আমি ভুলে যাই শুধু। যার কারনে স্পষ্টত মনে ও করতে পারছিনা কারো সাথে কবুল বলেছি কীনা আর কেউ আমায় আমার বাবার সামনে যদি দূষটামি করে ও বউ বা বিয়ের প্রস্তাব দেয় আর আমি চুপ থাকি। এগুলো ভেবে আমার খুব মানষিক কষ্ট হচ্ছে

প্রশ্নোত্তর: 6623

  আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মেয়েরা  আল্লাহর নেয়ামত।  আমি জানতে চাই তাহলে কি ছেলে সন্তান আল্লাহ্ নেয়ামত না। Raselminal54@gmai.com আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মেয়েরা  আল্লাহর নেয়ামত।  আমি জানতে চাই তাহলে কি ছেলে সন্তান আল্লাহ্ নেয়ামত না। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মেয়েরা  আল্লাহর নেয়ামত।  আমি জানতে চাই তাহলে কি ছেলে সন্তান আল্লাহ্ নেয়ামত না। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মেয়েরা  আল্লাহর নেয়ামত।  আমি জানতে চাই তাহলে কি ছেলে সন্তান আল্লাহ্ নেয়ামত না।

প্রশ্নোত্তর: 6614

আস-সালামু আলাইকুম। প্রবাসে কর্মরত আছি (ব্রুনাই)। নামায সম্পর্কিত একটি প্রশ্ন । প্রতিদিন কাজের স্থান থেকে বাসায় ফিরি সন্ধ্যা ৬:৩০মিনিটে, বাসায় পৌছায় ০৭:০৫মিনিটের দিকে , পাঁচ মিনিট এদিক সেদিক হয়। এক সাথে অনেক লোক গাড়িতে করে আসতে হয় , চলন্ত গাড়িতে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায় । আমি জানতে চাচ্ছি মাগরিবের নামাজ কি চলন্ত গাড়িতে সিটেল মধ্যে বসে পড়া যাবে কি না ? চলন্ত অবস্থায় কেবলার দিক ও ঠিক থাকেনা, লোকজন কথাও বলি করে। এখানে মাগরিবের ওয়াক্ত শুরু হয় ৬:৩০মিনিটে আর ইশারের ওয়াক্ত শুরু হয় ৭:৩৬মিনিটে। এখন আমার জন্য উত্তম হবে কোনটা বাসায় এসে পড়া নাকি চলন্ত গাড়িতে পড়া। দয়া করে জানাবেন।